ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে পালিত হল ত্রিশতম পথ নিরাপত্তা সপ্তাহ।ওসি আতপুর ট্রাফিক বিক্রম ঘোষ জানান,৩১ জানুয়ারী থেকে শুরু হয়ে সচেতন মূলক নানা কর্মসূচী চলে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।১ ফেব্রুয়ারি স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট নাগরিক এবং গাড়ি চালকদের নিয়ে শ্যামনগর ২৪ নং গেট থেকে শুরু হয়ে পিনকল মোড়ে শেষ হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা।তিনি আরও জানান,প্রতিদিন থাকছে গাড়ি চালকদের নিয়ে স্বাস্থ্য শিবির,বিদ্যালয়ে সেমিনার,রাস্তার গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পথ নাটিকা এবং থাকছে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। শোভা যাত্রায় পা মেলান ট্রাফিক এসিপি থ্রি,আইসি নোয়াপাড়া থানা,টি আই নর্থ।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবি বিজয় মুখার্জি, সুভরঞ্জন সিং,অমিত শর্মা,রনবীর ঘোষ সহ বিশিষ্ট নাগরিক গন।
ত্রিশতম পথ নিরাপত্তা সপ্তাহ পালন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের
বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
473
বাংলাএক্সপ্রেস---