লজ্জার হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল পাকিস্থান


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
595

বাংলাএক্সপ্রেস---

তিন ম্যাচ টি২০ সিরিজে প্রথম দুটিতে সাউথ আফ্রিকার কাছে হেরে সিরিজ হারে পাকিস্থান।টানা ১১ টি আন্তর্জাতিক টি২০ সিরিজ জেতার পর প্রায় তিন বছর পর সিরিজ হারতে হয় পাকিস্থানকে।বুধবার সেন্চুরিয়ানে হারলে লজ্জার হোয়াইটওয়াশের মুখোমুখি হতে হতো তাদের।তবে তৃতীয় ম্যাচে ২৭ রানে জয় পাওয়ায় মুখরক্ষা হল অন্তত।এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান করে পাকিস্থান টিম।অপর দিকে ২০ ওভার খেললেও ১৬৯ রানের জয়ের টির্গেটে পৌঁছাতে পারেনি সাউথ আফ্রিকা।১৪১ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট