শেষ হল দুদিনের দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিবেশ মেলা।রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদের স্টল ছাড়াও পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা স্টল লাগায়।এছাড়া ভাঙড় মহাবিদ্যালয় ও ডিরোজিও মেমোরিয়াল কলেজের পাশাপাশি বেশ কিছু স্কুল স্টল দেয় মেলায়।জেলা সভাধিপতি শামিমা শেখ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান সাহেব প্রদীপ জ্বালিয়ে পরিবেশ মেলার উদ্ভোধন করেন।উপস্থিত ছিলেন সহ সভাধিপতি পূর্ণিমা হাজারি নস্কর,আরাবুল ইসলাম,সাহাজাহান বিশ্বাসসহ পরিবেশ দপ্তরের আধিকারিকরা।পরিবেশের উপর সেমিনারের সঙ্গে আয়োজন করা হয় ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা।আয়োজন করা হয় শ্রুতি নাটক,নৃত্য এবং সঙ্গীতের।মেলার প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় বের করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।পরিবেশ মেলা থেকে বিনামূল্যে গাছের চারা বিলি করা হয়।
শেষ হল দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিবেশ মেলা
শুক্রবার,০৮/০২/২০১৯
525
বাংলাএক্সপ্রেস---