‘সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ’!


শুক্রবার,০৮/০২/২০১৯
549

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ “বাতাসে বহিছে প্রেম. নয়নে লাগিল নেশা. কারা যে ডাকিল পিছে. বসন্ত এসে গেছে. মধুর অমৃত বাণী. বেলা গেল সহজেই. মরমে উঠিল বাজি. বসন্ত এসে গেছে.” বাতাসে প্রেমের আমেজ, মনের কোনে উঁকি দিচ্ছে নতুন প্রেম। সবমিলিয়ে শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ। চৈত্রের ঢের সময় বাকী থাকলেও বসন্ত যে আসন্ন তার জানান দেয় এই ফেব্রুয়ারি। নিন্দুকের কাছে মূল্য থাক আর না থাক প্রেমপিয়াসীদের কাছে ফেব্রুয়ারি ৮ তারিখ পালন হয় ‘প্রোপজ ডে’ হিসেবে। প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটিকে বেছে নিয়েছে প্রেমপিয়াসীরা। এ সপ্তাহের প্রতিটি দিন প্রেমের এক একটি প্রতীককে সামনে রেখে আদতে প্রেমের উদযাপন করা হয়।মনের মানুষকে মনের কথা জানানোর দিন আজ। তাই বসন্তে যখন গোটা প্রকৃতি ভেসে যাচ্ছে ভালবাসার রঙে তখন আপনিও ভেসে যান প্রকৃতির সঙ্গে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট