দু বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কোচ হিসাবে কী সফল হতে পারবেন?


শনিবার,০৯/০২/২০১৯
513

বাংলা এক্সপ্রেস---

মে মাসের তিরিশ তারিখ থেকে ইংল্যান্ডে হতে চলেছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছেন রিকি পন্টিং। ডেভিড সেকারের বোলিং কোচ থেকে পদত্যাগ করার পরেই সহকারী কোচ হিসাবে নিযুক্ত হন রিকি পন্টিং।বিশ্বকাপ শুরু হওয়ার আগে মে মাসের শুরুতে, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার শিবির খোলা হবে। সেখানেই পন্টিং দলের সঙ্গে যোগ দেবেন। সহকারী কোচ হওয়ার খবর শুনেই পন্টিং উত্তেজিত।

তিনি বলেন, বিশ্বকাপের দলে আমি কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। আগেও আমি অস্ট্রেলিয়ার হয়ে অল্প সময়ের জন্য টি ২০ এবং একদিনের দলে কোচ ছিলাম। কিন্তু বিশ্বকাপ দলের কোচ হিসাবে যুক্ত হওয়াটা আমার কাছে অন্য রকমের অনুভূতি। এর সঙ্গে পন্টিং যোগ করেন, খেলোয়াড়দের মধ্যে অত্যন্ত আত্মবিশ্বাস আছে এবং বিশ্বকাপে আমাদেরকে হারানো অন্য যে কোন দলের মতোই মুশকিল হবে।

এর আগে পন্টিং ২০১৭ এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টি২০ দলের অল্প সময়ের জন্য কোচ ছিলেন। অধিনায়ক হিসাবে পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে দুটো বিশ্বকাপ জিতেছিলেন কিন্তু কোচ হিসাবে তিনি টালমাটাল অস্ট্রেলিয়া দলকে কতদূর নিয়ে যেতে পারবেন সেটাই দেখার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট