এক কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা দিল বামনঘাটা হাইস্কুলের একহাজার পড়ুয়া


শনিবার,০৯/০২/২০১৯
1590

বাংলাএক্সপ্রেস---

সরস্বতী পুজো উপলক্ষে অভিনব আলপনা প্রদর্শনীর আয়োজন করল ভাঙড়ের বামনঘাটা হাই স্কুল।শুক্রবার সকালে স্কুলের সামনের রাস্তায় প্রায় এক কিলোমিটার পথ জুড়ে রঙ তুলির সাহায্যে আলপনা দেয় স্কুলের ছাত্র-ছাত্রীরা।প্রায় এক হাজার পড়ুয়া এখানে যোগ দেয় বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানা গেছে।তাদের সাথে হাত মেলান স্কুলের শিক্ষক ও অবিভাবকরা।স্কুলের প্রধান শিক্ষক মানস হালদার বলেন, এলাকার মানুষ, অবিভাবক,ছাত্র- ছাত্রী সকলের সহযোগিতায় গোটা বিষয়টি ভীষন নান্দনিক ও দারুন ভাবে সফল করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট