প্রথম ম্যাচে হারের পর অকল্যান্ডে দ্বিতীয় টি২০ তে জিতে সমতায় ফিরল টিম ইন্ডিয়া।সঙ্গে দুটি রেকর্ড গড়লেন রোহিত শর্মা।এদিন তিনি ২৯ বলে ৫০ রান করেন।নিউজিল্যান্ডের মাটিতেই কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গাপ্তিলকে পিছনে ফেলে হিটম্যানই এখন আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বাধিক রানের মালিক।এর আগে গাপ্তিল ২,২৭২ রান নিয়ে সবার শীর্ষে অবস্থান করছিলেন।রোহিত শর্মা ২,২৮৮ রান করে তাঁকে টপকে গেলেন।পাশাপাশি প্রথম ভারতীয় হিসাবে ১০০ টি ছক্কার মালিকও তিনি।রোহিতের আগে রয়েছেন ১০৩ টি করে ছক্কা মেরে ক্রিজ গেইল ও মার্টিন গাপ্তিল।সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা ৩৪৭ টি।
টি২০ তে সর্বাধিক রানের এবং প্রথম ভারতীয় হিসাবে ১০০ ছক্কার মালিক হিটম্যান রোহিত
শনিবার,০৯/০২/২০১৯
547
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2019/02/Screenshot_20190209_120623.png)
বাংলাএক্সপ্রেস---