সামনেই বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক তার আগেই স্বামীর হাতে মৃত্যু স্ত্রীর


শনিবার,০৯/০২/২০১৯
494

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি গোয়ালতোড় থানার গড়দুয়ারা গ্রামে। শুক্রবার রাত্রে শ্রীমতি হাঁসদা নামে ওই গৃহবধূর দেহ বাড়ির থেকেই উদ্ধার করে স্থানীয়রা খবর দেয় থানায়। পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে শনিবার সকালে বাড়ির থেকেই মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে মৃতের স্বামী মঙ্গল হাঁসদাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপানের পর নিত্যদিন বচসার ঘটনা ঘটত ওই পরিবারে। তবে কি কারণে বচসা তা নির্দিষ্ট করে জানা যায়নি। শুক্রবারও বিকেলে মদ্যপান করার পর স্বামীস্ত্রীর মমধ্যে গন্ডগোল শুরু হয়। সসেই সময় মঙ্গল তার স্ত্রী কে লোহার চোঙ্গা তে করে আঘাত করলে ঘটনাস্থলেই শ্রীমতীর মৃত্যু হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট