মুর্শিদাবাদ থেকে ৭২টি তাজা বোমা উদ্ধার


শনিবার,০৯/০২/২০১৯
575

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ মুর্শিদাবাদ থেকে ৭২টি তাজা বোমা উদ্ধার ঘিরে চলাকায় চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতে সুতি থানার পুলিস সুতির কাশিমনগর এলাকায় তল্লাশি চালিয়ে একটি পরিতক্ত শৌচাগার থেকে বোমাগুলি উদ্ধার করে। ওই তাজা বোমা গুলিকে নিস্ক্রিয় করার জন্য শনিবার সকালে বহরমপুর বোম্বস্কোয়ার্ডে খবর দেওয়া হয়।

বহরমপুর থেকে বোমস্কোয়ার্ডেরটিম এসে সেগুলিকে কাশিমনগর এলাকায় এক বাগানের মধ্যে নিষ্ক্রিয় করা হয়। এদিন বোমগুলিকে নিস্ক্রিয় করার জন্য উপস্থিত ছিলেন বোম্ব স্কোয়ার্ডের টিমের সাব ইন্সপেক্টর মলয় ভদ্র এবং সুতি থানার ওসি অরূপ রায় সহ অন্যান্য পুলিস অফিসার। তবে কিভাবে ওই স্থানে বোমাগুলি আসল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিস।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট