নয়াদিল্লি:ফের আক্রমণের শিকার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।শুক্রবার তাঁর গাড়ীতে হামলা চালায় একদল দুস্কৃতি।এদিন দিল্লির উপকন্ঠে নারেলা এলাকায় প্রকল্প উদ্ভোধন করতে যান মুখ্যমন্ত্রী কেজরিবাল।সেখান থেকে ফেরার পথে তিনি হামলাকারিদের শিকার হন।লাঠি দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানোর চেষ্ঠা করা হয়।আপের দাবি হামলাকারিরা বিজেপির লোকজন।উল্লেখ এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীকে লক্ষ করে হামলা চালানো হয়।গত বছরের শেষের দিকে তাঁকে লক্ষ করে লঙ্কার গুড়ো ছেটানোর অভিযোগ ওঠে।
ফের দিল্লির মুখ্যমন্ত্রীর লক্ষ করে গাড়ীতে হামলা
রবিবার,১০/০২/২০১৯
407
বাংলাএক্সপ্রেস---