শরনার্থীদের প্রতি কঠোর নীতি গ্রহন করায়, সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ইতালিতে


সোমবার,১১/০২/২০১৯
1377

বাংলা এক্সপ্রেস---

এই ছবিতে যে হাতগুলো দেখা যাচ্ছে এগুলো তৈরী করেছে ইতালির পেসকারা শহরের স্থানীয় সহনশীল ও এনজিও সংগঠনগুলো। এটির প্রধান উদ্দেশ্য হলো শরনার্থীদেরকে ইতালির অন্তর্ভুক্ত করতে ও স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটিও সালভিনির শরনার্থীদের প্রতি নেওয়া কঠোর নীতির প্রতিবাদ করতে। এই হাতগুলো তাঁদেরকে স্বরণ করায় যাঁরা ভুমধ্যসাগর পার হতে গিয়ে মারা গিয়েছিলেন। ২০১৮ সালে, ২২৭৫ মানুষের মধ্যে ভুমধ্যসাগর পার হতে গিয়ে অনেক মারা গিয়েছিলেন আবার অনেককে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এই শহরে যাওয়ার পরিকল্পনা করছেন সালভিনী। অভিবাসন বিরোধী নীতির ধারাবাহিকতায় তিনি নেতৃত্ব দেন। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে শরনার্থীদের প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ নেন। শরনার্থীদের উদ্ধার করার জন্য কোনো জাহাজও যাতে ব্যবহার করা না যায় তার ব্যাবস্থাও তিনি করেছিলেন। অভিবাসীদের জন্য ইতালির “মানবিক সুরক্ষা” বাতিল করার জন্য তিনি একটি ডিক্রীও জারি করেছিলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট