মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা পেন বিতরনের মধ্য দিয়ে


মঙ্গলবার,১২/০২/২০১৯
498

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: আজ শুরু হল মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এদিন সকালে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের পেন বিতরন করলেন বেলিয়াবাড়া ব্লকের ২টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। প্রায় ১২০০ পরীক্ষার্থীকে পেন বিতরন করেন তাঁরা।

এছাড়াও প্রায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই সহায়তা কেন্দ্র বসানো হয়েছিল সকাল থেকেই। পেন বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সত্যবান দন্ডপাট, বেলিয়াবাড়া ব্লকের নব নির্বাচিত সভাপতি টিঙ্কু পাল। ঝাড়গ্রাম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সত্যবান দন্ডপাট বলেন, ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছে। যাতে ভালো করে দেয় তার জন্য আমরা ওদের কে পেন দিয়ে সংবর্ধনা জানালাম।

বেলিয়াবাড়া ব্লকের ২টি পরীক্ষা কেন্দ্র বেলিয়াবাড়া হাইস্কুল ও রান্টুয়া হাইস্কুলে প্রায় ১২০০জন ছাত্রছাত্রী কে পেন দিয়ে শুভেচ্ছা জানালাম। রান্টুয়া হাইস্কুলে আমরা সময় না পাওয়ায় পরীক্ষা শেষে ওদের কে পেন দিয়ে শুভেচ্ছা জানাই যাতে আগামী পরীক্ষার দিন গুলিতে তারা পরীক্ষা আরও ভালোভাবে দিতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট