প্রথম একদিনের ম্যাচে কিউইদের বিরুদ্ধে ২৩৩ রানের টার্গেট টাইগারদের


বুধবার,১৩/০২/২০১৯
526

বাংলাএক্সপ্রেস---

নেপিয়ার:নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার নেপিয়ারে টসে জেতে বাংলাদেশ।প্রথম ব্যাট করে ৪৮.৫ ওভিরে সবকটি উইকেট খুইয়ে ২৩২ রান তুলতে সক্ষম হয় তারা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ মিঠুন।মোহাম্মদ সাইফুদ্দিন করেন ৪১ রান।আর কিছুক্ষণের মধ্যে নিউজিল্যান্ড ২৩৩ রানের জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে।এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় টাইগাররা।বড় রান করতে ব্যর্থ হন তামিম,লিটন,মুশফিকুরা।মাত্র ৭১ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ দল।পরবর্তীতে মিঠুন ও সাইফুদ্দিনদের সৌজন্যে সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় তারা। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও মিচেল শান্টনার ৩ করে উইকেট তুলে নেন।২ টি উইকেট নেন ম্যাট হেনরি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট