জম্বুড়ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হলেন ১৮সিআরপিএফ জওয়ান।আহত হয়েছেন আরও ২৫ জওয়ান।শ্রীনগর হাইওয়ের পুলওয়ামাতে জঙ্গিরা আইডি হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার অবন্তিপুরিয় সিআরপি জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও চালায় তারা।হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন জইশ ঈ মহম্মদ।
কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় হত ১৮ সিআরপিএফ জওয়া
বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
447
বাংলাএক্সপ্রেস---