গুলি কাণ্ডে তিন দিনের মাথায় গ্রেপ্তার ১


বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
518

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গুলি কাণ্ডে তিন দিনের মাথায় গ্রেপ্তার ১ । চক্রের মূল পান্ডার খোঁজে চলছে তল্লাশি। ১০ ফেব্রুয়ারি বিকেলে মেদিনীপুর শহরে প্রকাশ্য রাস্তার উপরে ৬ রাউন্ড গুলি চালিয়ে পালায় দুই দুষ্কৃতী। পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে কোতোয়ালি থানার পুলিশ। জানাজায় ঘটনায় জড়িত এলাকার কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজা ও বাবু মাইতি ওরফে কোচন।

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর চৌরঙ্গীর কাছে হানা দেয় পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে বাবু। জানা গিয়েছে ঘটনার দিন বাইক চালাচ্ছিল ধৃত এই ব্যক্তি। ধৃত বাবু পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী। পাঁচ বছর আগে মেদিনীপুর শহরে এক সোনা ব্যবসায়ী খুনে জড়িত ছিল সে এমন অভিযোগে বেশ কিছুদিন জেল খাটতে হয় বাবুকে। পরে জামিনে মুক্ত হয় সে। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয় ধৃত বাবুকে।

তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল চক্রি অবধি পৌঁছাতে চায় পুলিশ। সে কারণে এদিন পুলিশ রিমান্ডের আবেদন জানায় সরকারি আইনজীবী। গুলি চালানোর পিছনে কি কারণ রয়েছে সে বিষয়ে স্পষ্ট হতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট