জঙ্গিদের গুলি, জখম এক অফিসার সহ চার জওয়ান


সোমবার,১৮/০২/২০১৯
423

বাংলা এক্সপ্রেস,ওয়েব ডেস্কঃ কাশ্মীরের অবন্তীপুরায় ভারতীয়সেনা ও পাক জঙ্গী গোষ্টির লড়াই অব্যাহত। রবিবার গভীর রাতে সেনাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ পালটা তাদের গুলি করা হয় নিরাপত্তাবাহিনীর তরফে৷ রাতভর এই লড়াই চলে৷ জঙ্গিদের ছোঁড়া গুলি লেগে জখম এক অফিসার সহ নিরাপত্তা বাহিনীর চার জওয়ান৷ তাদের ভরতি করা হয়েছে সেনা হাসপাতালে৷ভোরের আলো ফোটার আগেই অভিযানে নামে সেনাবাহিনী৷ চলে চিরুনি তল্লাশি৷ এই অভিযানেই দুই জঙ্গিকে ধরতে পেরেছে সেনাবাহিনীর জওয়ানরা৷ তবে বেশ কয়েকজন জঙ্গি এখনও ওই এলাকেই লুকিয়ে রয়েছে বলে অনুমান তাদের৷ সোমবার ভোর থেকেই তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে৷ভারতীয় সেনার কড়া অভিযানের পরপরই প্রত্যাঘাতের চেষ্টায় জঙ্গিরা৷ ধৃত দুই জঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাবাহিনী৷ লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে স্থানীয়দের সতর্ক করার কাজ চলছে সেনার তরফে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট