ঝাড়গ্রাম: হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের রামগড় এলাকার ডুমুরগেড়িয়ার জঙ্গলে। মৃত মহিলার নাম মমতা চালক (২৮)। বনবিভাগের রূপনারায়ণ ডিভিশনের গোয়ালতোড় রেঞ্জ ও রামগড় বিট সূত্রে জানাগেছে, অন্যান্য দিনের মত রামগড়ের গ্রামবাসীদের সঙ্গে শালপাতা ও কাঠ সংগ্রহ করার জন্য ডুমুরগেড়িয়ার জঙ্গলে গিয়েছিলেন মমতা চালক। জঙ্গলের মধ্যে তিনি একটি হাতির সামনে পড়ে যান। সেই সময় হাতিটি তাকে শুড়ে ধরে আছাড় মারে এবং পা দিয়ে পিষে দেয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
ফের হাতির হানায় মৃত্যু
সোমবার,১৮/০২/২০১৯
418
বাংলা এক্সপ্রেস---