বাংলা এক্সপ্রেস,ওরেব ডেস্কঃ কাশ্মীরে পাক জঙ্গী হামলার পর ভারত পাকিস্থান পরস্পর বিরোধী মনোভাবের পারদ দিনদিন বাড়ছে। মঙ্গলবার সকালে এক সাংবাদিকর সম্মেলনে পুলওয়ামা কাণ্ডে কড়া বার্তা দিল ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল, কনওয়ালজিত সিং ধিলোন। তিনি জানান, অস্ত্র হাতে দেখলেই গুলি করা হবে বলে হুঁশিয়ারি সেনার৷ কাশ্মীর উপত্যকায় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না, নাশকতায় যুক্তরা আত্মসমর্পণ করতেও বলেন তিনি৷ এর পাশাপাশি কাশ্মীরি মা-দের কাছে অনুরোধ করেন যাতে তাঁরা সন্তানদের বোঝান সঠিকপথে চলার জন্য৷ সেই সঙ্গে তিনি এও জানান জঙ্গিনিধনে চলছে এনকাউন্টার পর্ব৷ আর নিজেদের নিরাপত্তার জন্যই যেন সকলে এই এনকাউন্টার সাইট থেকে দূরে থাকেন৷ কোনও ধরণের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না৷ যারা আত্মসমর্পণ করবে তাদের সামাজিক সুরক্ষা দেওয়া হবে বলেও জানান তিনি৷ আইজি সিআরপিএফ জুলফিকর হাসান জানান, শহিদ জওয়ানদের পরিবার যেন নিজেদের একা মনে না করে৷ তাদের পাশে আমরা সর্বদা রয়েছি৷ আমাদের হেল্পলাইন ১৪৪১১৷ দেশের যে কোনও স্থানের কাশ্মীরিদের জন্য এই হেল্পলাইন৷ তাদের যাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য এই ব্যবস্থা৷
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More