জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় শহীদ জওয়ানদের স্মৃতীর প্রতি শ্রদ্ধা জানাতে সারা রাজ্য জুড়ে মৌন মিছিল চলছে।রবিবার মালদা জেলার রতুয়া ২ ব্লকের হরিপুর হাই স্কুল থেকে মৌন মিছিল বার করা হয়।মোমবাতি হাতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে মিছিলে পা মেলান উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য মৌসুম নুর।সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান হয় মিছিল থেকে।নিহত জওয়ানদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মৌসুম নুরসহ শিক্ষক-শিক্ষিকারা।শহীদদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন ও তাঁদের পরিবার ও পরিচিতদের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহত জওয়ানদের দ্রুত আরগ্য কামনা করা হয় এদিন।
স্কুল পড়ুয়াদের সঙ্গে মৌন মিছিলে হাঁটলেন মৌসুম নুর
মঙ্গলবার,১৯/০২/২০১৯
581
বাংলাএক্সপ্রেস---