ভাঙড়ের কাশিপুরে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এর মূল উদ্দোক্তা সমাজসেবি কেষ্টপদ পাল।উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম,পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মন্ডল,পঃসঃ সদস্য মমিনুল ইসলাম,প্রাক্তন প্রধান মুছাহক মোল্লা ও হাকিমুল ইসলাম,বর্তমান প্রধান তানিয়া বিবি প্রমুখ।এদিন ৮০ জন ব্যাক্তি রক্তদান করেন।এর মধ্যে ২৮ জন মহিলা।পাশাপাশি রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলকাতার লোক সঙ্গীত শিল্পীরা সেখানে বিভিন্ন লোক গান পরিবেশন করেন।রক্তদাতাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।দুপুরে রক্তদাতা এবং অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পঞ্চেয়েত সদস্যার রক্তদান শিবিরে রক্ত দিলেন মহিলারা
মঙ্গলবার,১৯/০২/২০১৯
647
বাংলাএক্সপ্রেস---