পশ্চিম মেদিনীপুর: মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়িতে। ঘটনা মঙ্গলবার সকালের। জানা গিয়েছে, কেশিয়াড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সামনে আস্তাকুঁড়েতে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।
সকাল দশটা নাগাদ কেশিয়াড়ি থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ সংগ্রহ করে। মনে করা হচ্ছে ওই ব্যক্তির শারীরিক সমস্যার জেরে পড়ে মৃত্যু হয়েছে। কেশিয়াড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারন নিয়ে তদন্তে কেশিয়াড়ি থানার পুলিশ।
Auto Amazon Links: No products found.