সাত বছরের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ আদালতের


রবিবার,২৪/০২/২০১৯
452

বাংলা এক্সপ্রেস---

ভগবানগোলাঃ শুক্রবারের ঘটনায় ভগবানগোলায় সাত বছরের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার লালবাগ পকসো আইনে কোর্টে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। ভগবানগোলা থানার ওসি উৎপল দাস বলেন, শুক্রবার রাতে রানিতলা থানার এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত লালু শেখকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত ব্যক্তি জেরায় অভিযোগ স্বীকার করেছ।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই দিকে নজর রাখা হবে বলে জানায় পুলিস। ভগবানগোলা থানার পুলিস ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা থানার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের কানারডিহির এলাকার সাত বছরের ওই ছাত্রীকে টাকার টোপ দিয়ে যৌন হেনস্থা করে পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক লালু শেখ নামে এক ব্যক্তি। ছাত্রীটির মা শুক্রবার স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট