অবশেষে উদ্বোধন হল ডোমকলের অগ্নিনির্বাপন কেন্দ্র


রবিবার,০৩/০৩/২০১৯
494

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল ডোমকলের অগ্নিনির্বাপন কেন্দ্রের। শনিবার দুপুরে ডোমকল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অগ্নিনির্বাপন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ফিতে কেটে এই অগ্নিনির্বাপন কেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ছাড়াও দমকলের ডিজি জাগ মোহন, মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল, ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন,লালবাগ বিধায়ক শাওনি সিংহ রায়, বিধায়ক আব্দুর রেজ্জাক সহ বিশিষ্ট জনেরা।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের চাহিদা ছিল ডোমকলে একটি অগ্নিনির্বাপন কেন্দ্রের। কারন ডোমকলে কোথাও কোন অগ্নি সংযোগের ঘটনা ঘটলে বহরমপুর থেকে দমকল বাহিনীকে দমকলের গাড়ি নিয়ে আসতে হত। যেখানে বহরমপুর থেকে ডোমকলের দূরত্ব প্রায় ৩৫কিলোমিটার। দমকল পৌছানোর আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে যেত। তাই এই চাহিদা পূরনে ডোমকলের বাসিন্দারা উৎসাহিত এবং আনন্দিত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট