শবরপড়ায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করল জেলা প্রশাসন


বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
318

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে শবরপাড়ায় তৈরি হচ্ছে ডিপ টিউবওয়েল। এরফলে শবরপাড়াগুলিতে মিলবে পরিস্রুত পানীয় জল। ইতিমধ্যে রাজ্য সরকার শবরদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে ১০ কোটি ৪০ লক্ষ টাকা। এরমধ্যে পরিস্রুত পানীয় জলের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় ৫০টি নতুন ডিপ টিউওবয়েল করা হবে। প্রতিটি ডিপ টিউবওয়েলের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন বিনপুর-১ ব্লকের দহিজুড়িতে ডিপ টিউবওয়েল তৈরি হচ্ছে।

ডিপ টিউবওয়েল তৈরির সময় নিয়মিত নজরদারি চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, শবরদের মানোন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। জেলার বিভিন্ন ব্লকে ২২টি ডিপ টিউবওয়েল তৈরি হয়েছে। বাকীগুলির কাজ চলছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট