ঝাড়গ্রাম সুপার স্পেশালিটিতে চালু হতে চলেছে এআরভি ক্লিনিক


রবিবার,১০/০৩/২০১৯
444

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এআরভি ক্লিনিক চালু হচ্ছে। ১১মার্চ ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে এআরভি(অ্যান্টি র্যা বিস ভ্যাকসিন) ক্লিনিক। ফলে এবার থেকে কুকুর, বিড়াল, নেকড়ের মতো প্রাণীদের কামড়ে জখমদের সুবিধা হবে। রবিবার বাদে প্রতিদিন ওই ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কেবল রবিবার দিনটি জরুরি বিভাগ থেকে প্রতিষেধক দেওয়া হবে।

হাসপাতালের সুপার মলয় আদক বলেন, ওই ক্লিনিকের দায়িত্বে থাকবেন একজন চিকিৎসক ও একজন নার্স। তাছাড়া আক্রান্তদের ভয়ভীতি দূর করার জন্য একজন কাউন্সেলিংও করবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নেকড়ের কামড়ে জখম দু’জনের মৃত্যু হয়েছে।

তাই ভালো মতো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আলাদা ক্লিনিকটি করা হল। এদিকে, নেকেড়ের হানায় জখম তিন মহিলা সহ সাতজনকে শনিবার বনদপ্তরের উদ্যোগে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন, জখমদের চিকিৎসার জন্য বেলেঘাটা নিয়ে যাওয়া হয়েছিল। সবাই সুস্থ রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট