তৃণমূল নেতাদের হুশিয়ারি দিয়ে পোস্টার পিরকাটায়


বৃহস্পতিবার,১৪/০৩/২০১৯
514

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ভোটের দিন ঘোষণার পরের দিনই মাওবাদী পোষ্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার পিরকাটা থানার পাথরি এলাকায়।তৃণমূল নেতাদের হুশিয়ারি দিয়ে এই পোস্টার ছড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে ও হুশিয়ারি দেওয়া হয়েছে এই মাওবাদী পোষ্টারগুলিতে।অবিলম্বে জেলে বন্দি থাকা মাওবাদী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সিভিক পুলিশের মাধ্যমে খবর পেয়েই পুলিশ পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে আসে।

যদিও পোস্টার উদ্ধার নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। কোথা থেকে এই মাওবাদী পোষ্টার এসেছে বা এর পেছনে অন্য কোনও উদ্দশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট