বামফ্রন্টের বৈঠকেও বেরোলো না সমাধান সূত্র


বৃহস্পতিবার,১৪/০৩/২০১৯
749

বাংলা এক্সপ্রেস---

বামফ্রন্টের বৈঠকেও বেরোলো না সমাধান সূত্র। আসন সমঝোতা নিয়ে জটও এখনো কাটলো না। আজ দুপুরেই আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক বসে ।বৈঠক শেষে সি পি আই পরিষ্কার জানিয়ে দেয় বসিরহাট তারা কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় বলেন, ফরওয়ার্ড ব্লক তিনটি আসনেই লড়াই করছে।

পুরুলিয়া ও তারা লড়বে আরএসপির ক্ষিতি গোস্বামী বলেন এখনো বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা বাকি আছে সি পি আই এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, সি পি আই 3 টি আর এস পি 3 টি এবং ফরওয়ার্ড ব্লক তিনটি সিটে লড়াই করছে কংগ্রেসের কোনও জেতা সিটে তারা প্রার্থী দেবে না সেটা আগে ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান কেন্দ্রীয় বাহিনী যেন সক্রিয় থাকে। যেন হাজার দুয়ারিতে ঘুরতে না যায়। ভোট মানুষ দিতে পারে তার গ্যারান্টি দিতে হবে। প্রায় সব বুথকেই স্পর্শকাতর বুথের দাবি সুজন চক্রবর্তীর গলাতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট