৪৮ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় দহিজুড়িতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল বাসিন্দারা


শনিবার,১৬/০৩/২০১৯
431

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : গত বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির জেরে দহিজুড়িতে বেশ কয়েকটি গাছ পড়ে যায়। তারপর থেকে এলাকায় আর বিদ্যুৎ নেই। ৪৮ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় দহিজুড়িতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি,’বারবার জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি এখনও। তাই বাধ্য হয়েই আমরা পথ অবরোধে বসেছি।’ বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন।

নিত্য নৈমিত্তিক কোন কাজ করতে পারছেন না বাসিন্দারা। অবরোধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রামের এসডিপিও , ঝাড়গ্রাম ও বিনপুর থানার আইসি। পুলিশ আধিকারিকরা বাসিন্দাদের ‘আস্বস্ত’ করার পর অবরোধ তুলে নেন তাঁরা। কিন্তু বাসিন্দাদের হুঁশিয়ারি,’পুলিশ বলেছেন দুপুর বারোটায় বিদ্যুৎ দপ্তরের এসএস দহিজুড়িতে এসে আলোচনায় বসবেন বাসিন্দাদের সঙ্গে। উনি না এলে ফের অবরোধ শুরু করা হবে।’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট