ঝাড়গ্রাম: সোমবার ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে বিনপুর থেকে আসা ৫০ জন সংখ্যালঘু মহিলা যোগ দিলেন বিজেপিতে। এদিন যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী, জেলা সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রিমঝিম সিং। ওই মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতারা।
Auto Amazon Links: No products found.