বাংলাএক্সপ্রেস ওয়েবডেস্কঃ দুএকটি রাজনৈতিক দল বাদ দিয়ে মোটামুটি প্রায় সকল দলই কমবেশী প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। কেউ সীমিত সংখ্যক আসন কেউবা পূর্ণ আসন। এরই মাঝে কংগ্রেস রাজ্যের এগরোটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন। প্রত্যাশা মত যারা ভোটে দাড়ালেন, তাদের তালিকা নিন্মে দেওয়া হল।
কোচবিহার(SC) : প্রিয়া রায়চৌধুরি, আলিপুরদুয়ার(SC) : মোহনলাল বসুমাতা, জলপাইগুড়ি(ST) :মণি কুমার দারনাল, দার্জিলিং : শংকর মালাকার, রায়গঞ্জ : দীপা দাশমুন্সি, বালুরঘাট :সাদিক সরকার, মালদা উত্তর : ইশা খান চৌধুরি, মালদা দক্ষিণ : আবু হাসেম খান চৌধুরি, জঙ্গিপুর :অভিজিৎ মুখোপাধ্যায়, বহরমপুর :অধীর রঞ্জন চৌধুরি, মুর্শিদাবাদ :আবু হেনা
Auto Amazon Links: No products found.