রাজ্যে ৩৪ জন কৃষক আত্মহত্যা করেছে: সোমেন


বুধবার,২৭/০৩/২০১৯
797

বাংলা এক্সপ্রেস---

আজ প্রদেশ কংগ্রেস দপ্তরে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক সাংবাদিক বৈঠকে রাজ্যের কৃষক আত্মহত্যা করছে বলে দাবি করেন। তিনি বলেন, গতকাল মালদার চাঁচলে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে এ রাজ্যের মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন রাজ্য তথা বাংলায় ৩৪জন কৃষক আত্মহত্যা করেছে। চাষীরা সবজির নূন্যতম দাম পাচ্ছেনা। এর জন্য রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, দাবি করেন তিনি।

এছাড়া গত ১৬ তারিখ বিমানবন্দরে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীর ঘটনা টেনে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিকের কাছে থাইল্যান্ডের পাসপোর্ট এর রহস্য কি? সোমেনবাবু বলেন, সাংসদের স্ত্রী বলে তিনি প্রথমে পাসপোর্ট দেখাতে রাজি হননি, পরে শুল্ক দপ্তরের চাপে দেখাতে চান। শুল্ক দপ্তর থানায় অভিযোগ করতে গেছিল কিন্তু অভিযোগ গ্রহন হয়নি। তার কারণ রাজ্য সরকার আসামী ছাড়াতে যায়।

সমঝোতা না হওয়ার পিছনে টাকার খেলা চলেছে বলে শনিবার অভিযোগ করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমেন মিত্র বলেন, কে টাকা নিয়েছে কংগ্রেস না বামফন্ট্রের শরিকদল সেটা আগামী দিনে স্পষ্ট হবে । ভালো করে খোজখবর নিয়ে মন্তব্য করা উচিত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট