ভাঙড়ের পোলেরহাটে রক্তদান শিবির ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা


সোমবার,০১/০৪/২০১৯
986

বাংলাএক্সপ্রেস---

ভাঙড়ের পোলেরহাট বাজারে রবিবার অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।পাশাপাশি ফুটবল ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনন্তপুর আমরা সবাই ক্লাবের উদ্দোগে রক্তদান শিবির ও ম্যারাথন দৌড় পঞ্চম বর্ষে পা দিয়েছে এবার।ম্যারাথন দৌড়ে প্রতিযোগিরা কাশিপুর থানার সামনে থেকে পোলেরহাট বাজার প্রর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৌড়ান।প্রায় ৫০ জন প্রতিযোগি ম্যাড়াথন দৌড়,ফুটবল ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন।এদিন সকালে ম্যারাথন দৌড়ের সূচনা করেন কাশিপুর থানার আধিকারিক বিশ্বজিত ঘোষ।তাঁকে সাহায্য করেন জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন ও পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুর রহীম।তার পর দুপুরে শুরু হয় রক্তদান শিবির।প্রায় ১০০ ব্যাক্তি এখানে রক্তদান করেন।এদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৩০ জন মহিলা।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি।এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য কাইজার আহমেদ,জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ,পঞ্চায়েত সমিতির সদস্য সাইফুদ্দিন ইসলাম।পোলেরহাট ১ নং জিপির প্রধান রাজিয়া বিবি,উপ প্রধান জব্বার মালি,সমাজসেবি পিউ আহমেদ ও দীনবন্ধু বিশ্বাস।রক্তদাতাদের হাতে গোলাপসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।এছাড়া প্রতিযোগিদের হাতেও এদিন পুরস্কার প্রদান করা হয়।দুপুরে সবার জন্য আহারের ব্যাবস্থাও করে কর্তৃপক্ষ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা ক্লাব কর্মকর্তা মিজানুর আলম।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট