ঝাড়গ্রাম: বাঁধে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার পর দুদিন পরও উদ্ধার হল না দেহ। মঙ্গলবার বেলপাহাড়ি থানার চেকুয়াপাল গ্রামের পুকুরে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ ওই ব্যক্তির নাম কালু নায়েক। মঙ্গলবার দুপুরে চেকুয়াপাল গ্রামের বাঁধে কালু ও তাঁর স্নান করতে গিয়েছিলেন। স্নান করার আগে মাছ ধরার সময় হঠাৎ তিনি জলে তলিয়ে যান। তাঁর স্ত্রী চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায় নি। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোন খোঁজ পাওয়া নি। পাম্পের সাহায্যে জল বের করার কাজ শুরু হয়েছে।
মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল পৌঢ়, দু’দিন পরও উদ্ধার হল না দেহ
বৃহস্পতিবার,০৪/০৪/২০১৯
544
বাংলা এক্সপ্রেস---