ডায়মন্ডহারবার ও আসানসোলে আক্রান্ত বাম প্রার্থীরা অভিযোগের তীর তৃণমূল আশ্রীত দুস্কৃতিদের দিকে


বুধবার,১০/০৪/২০১৯
1142

বাংলাএক্সপ্রেস---

বাংলা এক্সপ্রেস,ডায়মন্ডহারবার ও আসানসোল:ফলতা বিধানসভা এলাকায় আক্রান্ত বামপ্রার্থী ডাঃ ফুয়াদ হালিম।হালিম ছাড়াও ৮ জন বামকর্মী আহত হয়েছে।অভিযোগের তীর তৃণমূল আশ্রীত দুস্কৃতিদের দিকে।আহত ব্যাক্তিদের আমতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার স্রোতেরপোল এলাকা থেকে বামপ্রার্থীর সমর্থনে মিছিল শুরু হয়।অভিযোগ সেখানেই মিছিল আঁটকায় তৃণমূল কর্মীরা।বাম কর্মীরা এগিয়ে যেতে চাইলে অতর্কিতে হামলা চালান হয়।হামলার হাত থেকে রেহাই পায়নি ফুয়াদ হিলিমও।হামলার সময় ক্যামেরা করতেও বাধা দেওয়া হয়।আক্রান্ত বাম প্রার্থী ডাঃ ফুয়াদ হালিমের বলেন হামলার সময় পুলিশের পক্ষ থেকে কোন সাহায্য পাওয়া যায়নি।যখন তৃণমূলি দুস্কৃতিরা হামলা করছে তখন পুলিশ এবং নির্বিচন কমিশনের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালায় বলে তাঁর অভিযোগ।

অপর দিকে আসানসোলের বামপ্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জিকেও আক্রমণ করা হয়েছে।এখানেও অভিযোগের তীর তৃণমূল আশ্রীত দুস্কতিদের দিকে।তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আঘাত যথেষ্ট গুরুতর হওয়ায় গৌরাঙ্গ বাবুকে আইসিইউতে রাখা হয়েছে।আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রীয় গোরাঙ্গ বাবুকে দেখতে হাসপাতালে যান।ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট