ঝাড়গ্রাম: শুক্রবার বিকেলে লালগড় ব্লকের ৮০ ও ৮৬ নং বুথে মোট ৫৭ জন তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করেছে বিজেপি নেতৃত্বের দাবি। এদিন তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন রাজ্য কমিটির সদস্য তথা ঝাড়গ্ৰাম লোকসভার পালক ধীমান কোলে, লালগড় মন্ডলের সাধারণ সম্পাদক কল্যাণ ধীবর, জেলা কমিটির সদস্য মানিক কোটাল, শালবনি উত্তর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী কাকলী সামন্ত এবং সাধারণ সম্পাদিকা ববিতা গরাই। লালগড় ৭ নং অঞ্চলের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।
লালগড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মহিলা ও পুরুষরা
শনিবার,১৩/০৪/২০১৯
960
বাংলা এক্সপ্রেস---