প্রচারের ফাঁকে কৃষকদের সঙ্গে ধান ঝাড়লেন সুভাষ নস্কর


রবিবার,০৫/০৫/২০১৯
620

বাংলা এক্সপ্রেস ---

বাংলা এক্সপ্রেস ডেক্সটপ, জয়নগর:প্রচারে বেরিয়ে কৃষকদের কাজে হাত লাগালেন জয়নগর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুভাষ নস্কর।এদিন হরিনারায়নপুর গ্রামে কৃষকদের সাথে ধান ঝাড়তে লেগে যান আরএসপিপ্রার্থী।কোদাল -বেলচা চিহ্নে হল সুভাষ বাবুর নির্বাচনী প্রতীক। তাই কৃষক -শ্রমীকরাই তার ভরসার প্রতীক।

জনগনের সুখ -দুঃখে সর্বদাই সামীল হন সুভাষ নস্কর। আয়লার পরবর্তি সময়ে নদীবাঁধ দেওয়ার সময় মাথায় ঝুঁড়ি নিয়ে বয়েছিলেন মাটি। তিনি বাম সরকারের প্রাক্তন সেচ মন্ত্রী। ছিলেন একাধিকার বাসন্তীর বিধায়ক।সাদা-মাটা জীবন যাপনে অভ্যস্ত এই আরএসপির প্রবীন নেতা এবার জয়নগর কেন্দ্রের বাম প্রার্থী। এখানে তৃণমূলের প্রার্থী প্রতিমা নস্কর। দুই নস্করের লড়াই বেশ জমে উঠেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট