বাংলা এক্সপ্রেস ডেক্স: আজ ২৫শে বৈশাখ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্ম জয়ন্তী। বাঙ্গালী মানস লোকের এই পথ প্রদর্শক যুগ যুগ ধরে আলোকবর্তিকা হয়ে আছে আমাদের মাঝে। কবির জীবনবোধ, প্রকৃতি প্রেম, স্বদেশ চেতনার পাশাপাশি আন্তর্জাতিকতা বোধের এক অনন্য সম্মেলনে হয়ে উঠেছেন তিনি বিশ্বকবি। তুমি ঠাকুর,তুমি নোবেল জয়ী, তুমি বিশ্বকবি, তুমি সম্পদ বিশ্ববিধাত্রীর। মরিবার আগে তুমি হাজারো মরণে মরিছ ,মরোনি কখনো বিশ্বের মাঝে কোনো দিন। তাই আজ তুমি আমাদের কাছে অমর। হে ভগবান আমার কবিকে ভালো রেখো, ভালোবেসো।
কবিগুরুর জন্মজয়ন্তীতে বাংলা এক্সপ্রেসের শ্রদ্রার্ঘ
বৃহস্পতিবার,০৯/০৫/২০১৯
605
নিজস্ব প্রতিবেদক ---