আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল।


মঙ্গলবার,২১/০৫/২০১৯
542

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। সকাল ন’টার পর আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ।পরীক্ষার ৮৮দিনের মাথায় ঘোষিত মাধ্যমিকের ফলাফল৷ সাফল্যের নিরিখে ছাত্রদের পিছনে ফেলে মাধ্যমিকেও জয়জয়কার ছাত্রীদের৷ পড়ুয়াদের উত্তীর্ণের হারের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা৷ এবছর মোট পাশের হার ৮৬.০৭ শতাংশ৷ এ বছর ১০ লাখের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে। তারপর রয়েছে কলকাতা। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.০১ এবং কলকাতার পাশের হার ৯২.১৩।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট