নারায়ণগড় ব্লকে ১৫০ জন চাষিকে চেক বিলি


বুধবার,১২/০৬/২০১৯
720

পশ্চিম মেদিনীপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধুদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণার পর থেকেই রাজ্যে জোর কদমে চলছে কৃষকদের চেক বিলি,সেই লক্ষ্যেই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ১৫০ জন চাষিকে চেক দেওয়া হল,নারায়ণগড় ব্লক কৃষি আধিকারিক ড: কল্যাণ গাঙ্গুলি জানান আমরা প্রত্যেকটা চাষেই এর সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকারের প্রকল্প অনুযায়ী,ইতিমধ্যেই গোটা ব্লকের ৫০০০ জন চাষি এই সুবিধার জন্য লিখিত আবেদন জানিয়েছে,যার মধ্যে ২৩৪৩ টি চেক আমাদের কাছে এসে পৌঁছেছে,যার মধ্যে ২১০০ টি চেক কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে,অন্যদিকে নারানগড় ব্লকের কৃষক অশ্বিনী মাইতি জানান মুখ্যমন্ত্রীর প্রকল্প অনুযায়ী প্রত্যেক চাষিকে ৫০০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার, আমরা এখন আপাতত ১০০০ টাকা পেয়েছি তবে ব্লক আধিকারিকরা জানান পরে আবার এই অনুদানের টাকা দেওয়া হবে,সব মিলিয়ে রাজ্যের চাষিদের আগে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই যে এই কি সব বন্ধু প্রকল্প তা বলা বাহুল্য

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট