কাঠের সেতুর বেহাল অবস্থা, উদাসীন প্রশাসন


শুক্রবার,১৪/০৬/২০১৯
367

হাওড়া: হাওড়া জেলার শ্যামপুর থানার বালিচাতুরী ও জোয়ারকোল গ্রামের সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই সেতুর নিচে দিয়ে বয়ে যাওয়া দামোদর নদের দু’পারের মানুষ যার ফলে চরম বিপাকের সম্মুখীন হয়েচ্ছেন।সেতুটির মাঝের অংশ ভয়ঙ্করভাবে বসে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,

বেশ কয়েক মাস ধরে প্রায় ৬০ ফুট দীর্ঘ এই সেতুটি এভাবেই বেহাল হয়ে পড়ে রয়েছে। এটিকে সারানোর প্রয়োজন মনে করেনি প্রশাসন। যার ফলে দুই গ্রামের অসংখ্য মানুষ সেতু পেরিয়ে এপারের গ্রাম থেকে ওপারের গ্রামে যাতায়াত করতে পারছেন না। যাঁরা যাচ্ছেন তাঁরা একরকম জীবনের ঝুঁকি নিয়েই সেতু পারাপার করছেন। যাদের মোটরবাইক রয়েছে তাদের অনেকটা ঘুরে যেতে হচ্ছে। যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে সেতুটি ভেঙে দামোদরের জলে তলিয়ে যেতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট