লখনউ-এর আমচাষি হাজি কালিমুল্লাহর ‘অমিত শাহ’ আম


শনিবার,১৫/০৬/২০১৯
576

হাজি কালিমুল্লাহ নতুন ধরনের আম ফলিয়েছেন তাঁর বাগানে। এই আম দেখতে সুন্দর ও চেহারাই ও বেশ বড়। পশ্চিম বাংলার ‘হুসন-এ-আরা’ এবং উত্তরপ্রদেশের ‘দশেরি’ আমের সংমিশ্রণে বানানো হয়েছে এই আম। হাজি কালিমুল্লাহ এর বাগানে রয়েছে তিনশো ধরনের আম গাছ। ইতিপূর্বে ‘মোদি’, ‘ঐশ্বর্য রাই’, ও ‘শচিন’ নামের আম বাজারে ছেড়ে প্রশংসা কুড়িয়েছেন হাজি কালিমুল্লাহ।

লখনউ-এর আমচাষি হাজি কালিমুল্লাহ আম চাষের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন ইতিপূর্বে। মিশ্র জাতের আমের উৎপাদনে পারদর্শী হাজি কালিমুল্লাহ। আমের জাত চেনানোর জন্য বিশিষ্টজনদের নাম জুড়ে দিয়েছেন তাঁর শংকর জাতের আমের নামের সঙ্গে। ‘আনারকলি’

নামে একটি আমের নামকরণ করেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন গভর্নর টিভি রাজেশ্বর , উত্তরপ্রদেশের প্রাক্তন গভর্নর টিভি রাজেশ্বর ২৫ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন এই ম্যাঙ্গোম্যান কালিমুল্লাহকে ‘আনারকলি’ আমের জন্য।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট