ফনির তান্ডব অন্তর্ধান হওয়ার পর ফিরছে ‘বায়ু’, ১৭ থেকে ১৮ জুনের মধ্যে ‘বায়ু’ আছড়ে পড়ার সম্ভাবনা


শনিবার,১৫/০৬/২০১৯
339

ফনির তান্ডব অন্তর্ধান হওয়ার পর ফিরছে ‘বায়ু’, কচ্ছে আছড়ে পড়ার আশঙ্ক।১৭ থেকে ১৮ জুনের মধ্যে ‘বায়ু’ আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি অবশ্য আশ্বস্ত করেছিলেন, ঘূর্ণিঝড়ের হুমকি কেটেছে। তা পশ্চিমের দিকে চলে গিয়েছে।আহমেদাবাদ মরশুম ভবনের অতিরিক্ত ডিরেক্টর মনোরমা মহান্তি যদিও বলছেন, এত তাড়াতাড়ি সাইক্লোনের প্রেডিক্ট করে বলা সম্ভব নয় কচ্ছে বা সৌরাষ্ট্রে আঘাত হানতে পারে।

ভূ-বিজ্ঞান মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক শুক্রবার এই মর্মে সতর্ক করেছন।গুজরাট উপকূলে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়’বায়ু’
আঘাত হানে তাতে গির, সোমনাথ, জুনাগড় ও পোরবন্দরের ক্ষতি হয় ঘূর্ণিঝড়ে। ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানান, ১৬ জুন ‘বায়ু’ মুখ ঘুরিয়ে গুজরাট অভিমুখে ফিরতে পারে। ১৭-১৮ জুন আঘাত হানতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট