যাত্রীর মারে মৃত্যু ট্যাক্সি চালকের


শনিবার,১৫/০৬/২০১৯
512

কলকাতা : কেষ্টপুরের রবীন্দ্রপল্লির কাছে একটি বাজার এলাকার ঘটে এই ঘটনা শুক্রবার বিকেলে। পুলিশ তদন্তের দ্বারা জেনেছে, কেষ্টপুরের বাসিন্দা সৌমেন রায় বিকেল সওয়া ৪টে নাগাদ বেলঘরিয়া যাবেন বলে একটি ট্যাক্সিকে দাঁড় করান।ট্যাক্সিচালক সুকুমারবাবু মিটারে যেতে না চেয়ে সৌমেন রায়ের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া চান বেলঘরিয়া নিয়ে যাওয়ার জন্য।

সৌমেন রায় ওই ভাড়া দিতে রাজি হননি বলে জানান তদন্তকারীরা। এর ফলে শুরু হয় দু’জনের মধ্যে কথা কাটাকাটি। উত্তেজিত হয়ে পড়েন সৌমেনবাবু।তার পরেই ট্যাক্সিচালক ও সৌমেন রায়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।  ট্যাক্সিচালককে চড়, ঘুসি মারতে থাকেন বলে অভিযোগ সৌমেনবাবুর বিরুধে।

সুকুমারবাবু মার খেয়ে রাস্তায় পড়ে যান এবং অচৈতন্য হয়ে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পথে যাত্রী নিয়ে যাচ্ছিলেন কেষ্টপুরের স্থানীয় এক অটোচালক ফেরার পথে ওই অটোচালক দেখেন  ট্যাক্সিচালককে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়েরা।

১০০ ডায়ালে ফোন করেন অটোচালক কিন্তু সেটি ব্যস্ত থাকায় বাগুইআটির দিকে এগিয়ে গিয়ে খবর দেন এক সিভিক ভলান্টিয়ারকে। পুলিশ এসে  শোনে, সুকুমারবাবুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন সৌমেনবাবু। তাঁদের সন্ধান পাওয়া যাই স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে। গ্রেফতার করা হয় সৌমেন রায়কে। পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ট্যাক্সিচালককে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট