ভারতীয় দলকে সতর্কবার্তা শচীনের, “আত্মবিশ্বাস ভাল অতিরিক্ত আত্মবিশ্বাস ভাল নয়”


রবিবার,১৬/০৬/২০১৯
576

সতর্ক করলেন শচীন তেন্ডুলকার, পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে। আত্মবিশ্বাস থাকাটা স্বাভাবিক, “কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যেও না” বলে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন শচীন তেন্ডুলকার। ৬ বার জিতেছে টিম ইন্ডিয়া, ভারতকে বিশ্বকাপে একবারও হারাতে পারেনি পাকিস্তান। তবে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে গিয়েছিল ভারত ২০১৭ সালে ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। শচীন তেন্ডুলকার বলেছেন “অসাধারণ কামব্যাক করেছিল ‌পাকিস্তান”। আইসিসি ট্রফিতে পাকিস্তান কিন্তু শেষ সাক্ষাতে জিতেছিল।

তাই বলব আত্মবিশ্বাসী থাকো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যেও না, কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। শচীন তেন্ডুলকার, “নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো”। নিজেদের সেরাটা দাও মাঠের কঠিন পরিস্থিতিতে। ভারত দারুণ উন্নতি করেছে গত কয়েক মাসে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। “ভারত ১০০ শতাংশ ফেবারিট ‌এই মুহূর্তে” ভারত যে শক্তিশালী তা উল্লেখ করে শচীন একথা বলেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট