সোশ্যাল কাজের ক্ষেত্রে এগিয়ে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান


সোমবার,১৭/০৬/২০১৯
336

সবসময় সমাজের বহু সোশ্যাল কাজের ক্ষেত্রে এগিয়ে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও এ বিষয় নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করেন না তিনি।ফাদার্সডেতে কিং খান এমনই এক কাজ করলেন,অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান খুললেন এই বিশেষ দিনে।প্রতিষ্ঠানটির নাম দেন তার বাবার নামে, “মীর ফাউন্ডেশন।” রবিবার প্রতিষ্ঠানের ওয়েবসাইট উত্তোলন করতে গিয়ে শাহরুখ খান জানান,”প্রতিষ্ঠানটি আমার বাবার নামে – মীর ফাউন্ডেশন – অ্যাসিড আক্রান্ত মহিলাদের সাহায্যের জন্য বানানো একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটের উত্তোলনের জন্য ফাদার্স ডের থেকে ভালো দিন আর কি হতে পারতো।”প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তিনি লেখেন আমার সততা আমাকে জীবনে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন আর এটাই আমি করতে চাই অন্যদের জন্য, বিশেষত মহিলাদের জন্য। আমি মহিলাদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে তাঁরা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। কথাটা আদর্শবাদীর মতো মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমরা মহিলাদের সেই ক্ষমতা দিতে পারি যাতে তাঁরা চিন্তাহীন ভাবে বাঁচতে পারেন, স্বপ্ন দেখতে পারেন।” এ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, “এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই মহিলাদের সাহায্য় করতে পারি যাঁরা খারাপ ব্যবহার পেয়েছেন সমাজের থেকে। আমরা সবে শুরু করেছি, ভবিষ্যতে আরও শক্তিশালী হব, কাজ করব যতক্ষণ না স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারছি।”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট