পাকিস্তানকে বড় রানের ব্যাবধানে হারিয়ে দিল বিরাট –ব্রিগেড


সোমবার,১৭/০৬/২০১৯
562

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ভারত –পাকিস্তান ম্যাচ নিয়ে চড়ছিল উত্তেজনার পারদ। এদিন ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান। টসে জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান । প্রথম উইকেটের জুটিতেই ১৩৬ রান তুলে ফেলে মেন ইন ব্লু। লোকেশ রাহুল ৫৭ রানে আউট হলও রোহিত অনবদ্য শতরান করেন। এছাড়া ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বিরাট। বিরাট-রোহিতদের দুর্দান্ত ব্যাটিংয়ের পাকিস্তানের সামনে ৩৩৬ রানের পাহাড় তৈরি করে ভারত।

বড় স্কোর তাড়া করার জন্য প্রয়োজন ছিল ভাল ওপেনিং-এর। প্রথমেই। যেখানে পিছিয়ে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় সরফরাজ আহমেদরা। কিন্ত খেলা চলাকালীন আবার বাধসাধে বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকে। ডাকওয়ার্স লুইস নিয়ম অনুযায়ী পাকিস্তানকে নতুন টার্গেট দেওয়া হয় ৪০ ওভারে ৩০২ রান। পাকিস্তানের ব্যাটসম্যানদের ধংসান্তক হয়ে ওঠার আগেই পরপর দুই উইকেট নিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন হার্দিক। শেষপর্যন্ত ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রানে থামে পাকিস্তান। বিশ্বকাপে আবারও ভারতের কাছে পরাজিত হল পাকিস্তান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট