শপথবাক্য পাঠের শেষে স্লোগানের রাজনীতি, জয় বাংলা- জয় শ্রীরামে সরগরম সংসদ!


বুধবার,১৯/০৬/২০১৯
327

শপথবাক্য পাঠের শেষে স্লোগানের রাজনীতি, জয় বাংলা- জয় শ্রীরামে সরগরম সংসদ!’জয় হিন্দ’ বনাম ‘বন্দে মাতরম’ আবার কখনও ‘জয় বাংলা’ বনাম জয় শ্রীরাম’। মঙ্গলবার এই স্লোগানেই গর্জে উঠল দেশের লোকসভা অর্থাৎ সংসদের নিম্নকক্ষ। সোমবার বাংলা থেকে মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর শপথ গ্রহণের সময়ই ধ্বনিত হয়েছিল ‘জয় শ্রীরাম’ স্লোগান। আর আজ সেই ধারাই বজায় রইল সংসদে। এদিন সংসদে স্লোগানের লড়াইটা ছিল প্রধানত বিজেপি সাংসদ বনাম অ-বিজেপ সাংসদের মধ্যে। প্রায় সব বিজেপি সাংসদই এদিন শপথবাক্য পাঠের শেষে তুলেছেন ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রীরাম’।

অন্যদিকে তাদের কাউন্টার করতে পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদেরা তুলেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’ স্লোগান।এদিন প্রথমে এই স্লোগানের বিরোধীতা করেন সমাবাদী পার্টির সাংসদ সফিকুর রহমান বারক। তিনি বলেন ‘বন্দে মাতরম’ ইসলাম বিরোধীয তাই তিনি তা বলতে পারবেন না। বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, কুনার হেমব্রম, সুভাষ সরকার সহ অন্যরা শপথ বাক্য পাঠ করেন সংস্কৃত ভাষা ও ‘ভারত মাতাকি জয়’,’জয় শ্রী রাম’ স্লোগানে ।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা শপথ নেন। এদিন শপথ নেন ডায়মন্ড হারবাের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল সাংসদেরা। ‘ভারত মাতাকি জয়’,’জয় শ্রীরাম’ এর পালটা তাঁরা স্লোগান দেন ‘জয় বাংলা’।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট