রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা


বুধবার,১৯/০৬/২০১৯
527

কলকাতা: রবীন্দ্র সদন মেট্র্রো স্টেশনে এক ব্যাক্তির আত্মহত্যাকে কেন্দ্র করে বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটি নাগাদ ঘটনাটি ঘটে।  ১৮ জুন মঙ্গলবার এক ব্যক্তি রবীন্দ্র সদনের ডাইন লাইনে কবি সুভাষ গামী ট্রেনের সামনে ঝাঁপইয়ে মারেন। তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় অফিস টাইমে লোকজন ব্যপক ভোগান্তির শিকার হন।

তখন টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং অন্যদিকে সেন্ট্রাল থেকে দমদম ও নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চললেও বাকি অংশে বন্ধ থাকে পরিষেবা। ওই আহত  ব্যাক্তি কে হাসপাতাল নিয়ে যাওয়ার ক্ষণ পর সেখানে মৃত্যু হয় তাঁর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি। এই  ব্যাক্তির  উদ্ধারকাজ চালাতে ওই অংশে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট