৯ মাসের এক শিশুকন্যাকে অপহরণ করে তাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
365

তেলেঙ্গানা: অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে বুধবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের হানামকোন্ডায় ।স্থানীয় খবর সূত্র জানা গিয়েছে কুমারাপল্লি এলাকায় রাতে শিশুকে নিয়ে বাড়ির টেরসে ঘুমোচ্ছিল শিশুটির পরিবার তখন রাত দেড়টা নাগাদ শিশুটিকে অপহরণ করে ২২ বছরের যুবক।রাত পৌনে দুটো নাগাদ শিশুটিকে দেখতে না-পেয়ে খোঁজ শুরু করে তার পরিবার। তার পর খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ ও পরিবারের সদস্যরা দল ভাগ করে চারিদিকে তন্নতন্ন করে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর শিশুটির কাকা লক্ষ যে অভিযুক্ত টাওয়েলে এক শিশুকে মুড়ে কোথাও নিয়ে যাচ্ছে।

তাকে চেপে ধরায় শিশুটিকে মাটিতে ফেলে সে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় লোকেরা তাকে ধরে ফেলে গন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এবংশিশুটির গোপনাঙ্গে ক্ষত ছিল।এসিপি ডি চন্দ্রাইয়া জানিয়েছেন ছেলেটি যখন ধরা পড়ে তখন সে মদ্যপ অবস্থায় ছিল এবংছেলেটি তার অপরাধ স্বীকার করে নিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট