নিজস্ব প্রতিবেদন ঃ চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আয়োজক দেশ ইংল্যাণ্ড। আজ শুক্রবার হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে তারা। পর পর ম্যাচ জয়ের পর দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যাণ্ড। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বোলারদের তুলোধোনা করে ১৭টি ছক্কা হাঁকিয়ে একদিনের আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। আফগানিস্তানদের বিরুদ্ধে চারটি চার ও ১৭টি ছক্কা সহযোগে মর্গ্যান ৭১ বলে ১৪৮ রান করেন। তাঁর এই রুপকথার ইনিংসে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছেছিল ইংল্যান্ড। সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ইয়ন মরগ্যানরা। আজ তাদের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা। এই বিশকাপে ইংল্যাণ্ডকে অন্যতম ফেবারিট দল হিসাবে মনে করছে বিশেষজ্ঞরা। ফলত তাদের বিরুদ্ধে আজ শ্রীলঙ্কা বাহিনীর লড়াই সহজ হবে না তা সহজেই অনুমেয়। অন্যদিকে করুনারত্নের দল তিনটির মধ্যে একটি ম্যাচেই জয় পেয়েছে। বাকি দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ফলত আজকের ম্যাচে জিততে মরিয়া শ্রীলঙ্কা দল। সব মিলিয়ে এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
আজ ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলঙ্কা
শুক্রবার,২১/০৬/২০১৯
774
বাংলা এক্সপ্রেস---